মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন দুটি স্টপেজের দাবিতে স্বপ্নপুরের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে শহিদুল ইসলাম ঃ
গোপালগন্জের মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন দুটি স্টপেজের (বিরতি) দাবিতে ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় মুকসুদপুর স্বপ্নপুরের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্বপ্নপুরের মুখপাত্র মাহমুদ সিমান,উপদেষ্টা মারুফ সরদার,অর্থ সম্পাদক এনায়েত হোসেন, সদস্য প্রবীণ কুমার পাল রতন, রাফসান সরদার, অমি কাজী ও মাসুমা সোমা প্রমূখ।
মুকসুদপুরের অর্থনৈতিক গুরুত্ব, ভৌগলিক অবস্থান এবং অতিথিয়াতে বিবেচনায় “জাহানারা বাদ এক্সপ্রেস” এবং “রূপসী বাংলা এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেন দুইটি মুকসুদপুর রেলস্টেশনে স্টপেজের জন্য মুকসুদপুর এলাকার সর্বস্তরের মানুষ দাবী জানিয়েছেন।
Leave a Reply