গোপালগঞ্জে আদালত অবমাননার দায়ে সদর হাসপাতালের আরএমও কারাগারে
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ওই হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাড. এম এ সেলিম বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় আরএমও ডাঃ ফারুক আহমেদকে গত ১২ ডিসেম্বর রেজিস্ট্রার সহ স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারিক আদালত। তিনি ওই তারিখে আদালতে হাজির হননি। পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাকে আদালতে হাজির না হওয়ার কারণ দর্শাতে নোটিশ করা হয়। তিনি ওই তারিখেও নোটিশের জবাব দেননি। এরপর গত ১৯ ডিসেম্বর আদালত অবমননার দায়ে তার বিরুদ্ধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ বিচারক।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গতঃ গ্রেফতারকৃত আরএমও ডাঃ ফারুক আহমেদের বিরুদ্ধে এর আগেও উৎকোচের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ ফারুক আহমেদকে গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে, একাধিক ভুক্তভোগী ও তার স্বজনেরা উল্লাস প্রকাশ করে ফেসবুকে নানান ধরনের কমেন্টস করে তার বিচার দাবি করেন। গ্রেফতারকৃত আরএমও ডাঃ ফারুক আহমেদের দেওয়া মিথ্যা মেডিকেল প্রতিবেদনে একাধিক নির্দোষ ব্যক্তি জেল খেটেছেন। অনেকে জরিমানার টাকা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়েছেন। এছাড়াও ভুক্তভোগীরা গণমাধ্যমকর্মীদের নিকট ফোন করে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তার কঠোর শাস্তি দাবি করেন।
Leave a Reply