মুকসুদপুরে যথাযথ ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মুন্সি আশিকুর রহমান ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১ মিনিটে সময়ে মুকসুদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক তাসনিম আক্তার, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি তাসনিম আক্তারের নেতৃত্বে, মুকসুদপুর পুলিশ ষ্টেশনের পক্ষে মুকসুদপুর থানা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজুর নেতৃত্বে, , মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ- সভাপতি মুন্নু মুন্সী,সিনিয়র যুগ্ন সম্পাদক শাহিন মিয়া,সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া, বিএনপি নেতা ওহিদুল ইসলাম,, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আসাদ শিকদার কামরুজ্জামান স্বপন পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি,যুগ্ন আহ্বায়ক নাঈম শেখ,মোস্তফা গাজী,রাজীব শরীফ, পৌর সেচ্ছাসেবকদলের সভাপতি মোরাদ মল্লিক,উপজেলা ছাত্রদল নেতা মাহমুদ খান রাজু, উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রুইন,সাধারন সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সিনিয়র যুগ্ন সম্পাদক নাজমুল ইসলাম, পৌর ছাত্র দলের সভাপতি মুন্সি আশিকুর রহমান সাধারণ সম্পাদক শাকিল শরিফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি সাধারন সম্পাদক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ন সম্পাদক সাকিব আহমেদ দিপুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এরপর মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়,, পান্নু স্পোর্টস একাডেমিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে উপজেলা শিল্পকলা একাডেমিক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনকরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply