মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও কলম বিতরণ
আশিকুর রহমান মুন্সি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর সার্বিক সহযোগিতায়, ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও কলম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এসজে মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মুকসুদপুর উপজেলা ছাত্রদল এ আয়োজন করে।
এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতুব্বর, সহ-সভাপতি রইচ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ঈছা, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, ছাত্রদল নেতা তারিক মাহমুদ (সাদ্দাম), আকিব মাহমুদ (রিফাত), সোহাগ মিয়া, মেহেদি মিয়া, সুমন মুন্সি, ইয়াসিন তালুকদার, সোহান মিয়া, অপু শেখসহ অনেকে ।
এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগানো ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
#
Leave a Reply