গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।
শনিবা(৩ মে)বেলা ১১টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চত্ত¡রে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে এসে শেষ হয়।
পরে পৌর পার্কের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন। অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, ৩য় বর্ষের শিক্ষার্থী কেয়া জয়ধর, শারমিন নাহার তমা, ২য় বর্সের শিক্ষার্থী রিমা হালদার বক্তব্য রাখেন।
Leave a Reply