মাদারীপুরে চাঁদা না পেয়ে ধান ব্যবসায়ীর নির্মাণাধীন বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ
জেলা প্রতিনিধি, মাদারীপুর:
মাদারীপুরে চাঁদা না পেয়ে ধান ব্যবসায়ী রেজাউল হাওলাদারের (৫০) নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আকবার মাতুব্বর (৫০) ও তার লোকজনের বিরুদ্ধে। সোমবার (১২ মে) বিকেলে এ ঘটনার বিচার দাবিতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর বড়ব্রিজ এলাকায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। ভুক্তভোগী রেজাউল সদর উপজেলার বড়বাড্ডা গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে।
এসময় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল রশিদ মাতুব্বর, ভুক্তভোগী রেজাউল হাওলাদার, তার চাচাতো ভাই সাগর হাওলাদার, ছরোয়ার হাওলাদার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেজাউল হাওলাদার জানান, আমার ক্রয়কৃত ৬ শতাংশ জায়গায় নতুন একটি টিনশেট ঘর নির্মাণ করে বসবাস করে আসছি এবং বাড়িঘর তৈরি করতেছি। গত ৬ মে বিকেলে মাদারীপুর সদর উপজেলার চতুরপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিন মাতুব্বরের ছেলে আওয়ামীলীগের দোসর আকবর মাতুব্বর তার লোকজন নিয়ে এসে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আকবর ও তার সন্ত্রাসী বাহিনী আমার বসতঘরে ভাংচুর ও লুটপাট করে। একই সাথে আমার নির্মাণাধীন বাড়ি ও চারিপাশের নবনির্মিত দেয়াল হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে গুড়িয়ে দেয় এবং ২৯টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলে তারা। এসময় বাধা দিতে গেলে আমাকে এলোপাতাড়ি মারধর করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গত ৭ মে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আকবর মাতুব্বরসহ ৫ জনের নামে চাঁদা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছি। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আকবর আওয়ামীলীগ আমলেও সন্ত্রাসী তাণ্ডব চালাইছে আর এখনো চালাচ্ছে। এই ঘটনায় সন্ত্রাসী প্রধান আকবর মাতুব্বরসহ জড়িত সকল অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাই।
ভুক্তভোগীর চাচাতো ভাই সাগর হাওলাদার বলেন, আকবার একজন আওয়ামী লীগের সন্ত্রাসী। সে আগেও চাঁদাবাজি, দখলবাজি করছে আর এখনো একইভাবে তার সন্ত্রাসী কাণ্ডকারখানা চালিয়ে যাচ্ছে। টাকার জন্য আমার চাচাতো ভাইয়ের সব ঘরবাড়ি ভাংচুর করছে।
মোস্তফাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রশিদ মাতুব্বর বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে ঘটকচর এলাকায় একটা ক্যাডার বাহিনী তৈরি করছে আকবার মাতুব্বর। সেই ক্যাডার বাহিনী দিয়ে মানুষের উপর অত্যাচার করে জায়গা-জমি, ব্লক নিয়া মানুষকে ভোগাইছে। ৫ই আগস্ট পল্টি খাওয়ার পরও তার সন্ত্রাসী বাহিনী নিয়া রেজাউলের নির্মাণাধীন বাড়িতে হামলা চালাইলো। সব ভাইঙ্গা চুইরা তছনছ করে দিছে। পরে প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এই সন্ত্রাসীদের যদি বিচার না করা হয় তাহলে এসব কর্মকাণ্ড সরকার কোনদিনও থামাতে পারবে না। এরা সন্ত্রাসী কার্যক্রম করতেই থাকবে। তাই আকবার মাতুব্বর সহ তার সন্ত্রাসী বাহিনীর দ্রুত বিচার দাবি করছি।
Leave a Reply