খুব শীঘ্রই বর্তমান সরকার নির্বাচনের একটি সিডিউল ডিক্লেয়ার করবে।
-বিএনপি নেতা সেলিমুজ্জামান।
মাহমুদ খান রাজু ঃ
খুব শীঘ্রই বর্তমান সরকার নির্বাচনের একটি সিডিউল ডিক্লেয়ার করবে। সেই নির্বাচনে আমাদেরকে জয়ী হতে হবে।
আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার প্রার্থীকে জয়ী করতে হবে। ধানের শীষের প্রা্থীকে জয়ী করতে হবে। এজন্য আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে তাহলো আমাদের সংগঠনকে সুসংগঠিত করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষকে নিয়ে খালেদা জিয়ার দলকে শক্তিশালী করতে হবে।
পতিত ফ্যাসিস্ট এ দেশ থেকে পালিয়ে গেছে। এদেশের মানুষের মুক্তভাবে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে।
আমরা বিগত ১৫/ ১৬ বছর বিএনপির নেতা-কর্মি যেভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আমরা কিন্তু তার প্রতিশোধ নেইনি। আমরা কোন প্রতিশোধ নিবো না। বিগত সময়ে আপনারা যে নির্যাতনের শিকার হয়েছেন সেগুলো ভুলে গিয়ে- আমাদের আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি সেদিকে মনোনিবেশ করবেন। আমাদের উদ্দেশ্য থাকবে বিগত সময়ে তারা যা কিছু করেছে তা ক্ষমা করে দিয়ে, তারা যাতে সুপথে আসে, সেই ব্যবস্থা করবেন। তারপরেও যদি তারা বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
মুকসুদপুর পৌরসভার ১নং ওয়ার্ড
(লখাইরচর) বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় মুকসুদপুরের লখাইরচর ঈদগাহ মাঠে মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি এ সম্মেলনের আয়োজন করে।
সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। সম্মেলনের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওলিয়ার রহমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোরাদ মল্লিকের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মুন্নু মুন্সী, ফিরোজ মৃধা, ফরিদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাহিনুর রহমান মুন্সী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হেলালউদ্দীন বালা মুন্সী, সমাজসেবী আব্দুর রাজ্জাক মাতুব্বর, আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মৃনাল মাতুব্বর প্রমূখ।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ শামচু মিয়া, সহসভাপতি মোঃ রুস্তম মোল্লা, মোহাম্মদ টুকু মোল্লা, সাহিদ সরদার, যুগ্ম সম্পাদক মোঃ মতিউর রহমান স্বপন, প্রচার সম্পাদক শরিফুল রোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসেন, আওলাদ হোসেন, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ খান,
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
#
Leave a Reply