গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে “বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে পরিচ্ছন্ন কর্মীদের “বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
“বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।
গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্লা সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশ নেওয়া পরিচ্ছন্ন কর্মীদেরকে পবিত্র ঈদুল আযহার দিন ও ঈদুল আযহার পরবর্তী সময়ে পৌর এলাকার সমস্ত বর্জ্য দ্রুত সংগ্রহ করে পৌরসভার নির্দিষ্ট স্থানে ব্যবস্থাপন করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ সকল কর্মকান্ড যথাযথভাবে পর্যবেক্ষণ বা তদারকি করার জন্যও পৌর কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিয়েছেন। এর আগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীর নিকট সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ, মাইকিং সহ স্বাস্থ্য সচেতনতায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
Leave a Reply