মুকসুদপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ
মাহমুদ খান রাজু ঃ
মুকসুদপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলার নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিতঈদের শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ।
আলোচনা শেষে ১৫০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমূখ।
#
Leave a Reply