মুকসুদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামানের গণসংযোগ
শরিফুল রোমানঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গণসংযোগ করেছেন। গণ সংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
সোমবার (৯ জুন) মুকসুদপুরের বোয়ালিয়া, বালিয়াকান্দি, উজানী, নিশ্চিন্তপুর, কাঁশালিয়া, মহেশতলী, জলিরপাড়, মনিরকান্দি, গোহালা, বামনডাঙ্গা, বড়ইহাট, দিগনগর, বরইতলা, বর্ণি, চাওচা, বাটিকামারী, মাটিয়া ব্রিজ, বনগ্রাম, লোহাচুড়া নতুন বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ব্যারিস্টার সানজিদ আহমেদ কৌশিক,
উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু, আব্দুল আউয়াল ফকির, ফরিদ আহম্মেদ, ফিরোজ আহমেদ মৃধা, দুলু কাজী, চিন্তা হরন মণ্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান মুন্সী, যুগ্ম সম্পাদক হেদায়েত হোসেন, আব্দুল হক হাওলাদার,
সাংগঠনিক সম্পাদক ননী গোপাল মন্ডল
ছাত্র বিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সহ সভাপতি রুস্তম মোল্যা, যুগ্ম সম্পাদক লিটু শিকদার, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক আসাদ মিয়া,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক টিপু সুলতান,
পৌর যুবদলের আহবায়ক সাইফুুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হানিফ মুন্সী, উপজেলা যুবদলের সদস্য এনামুল হাসান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম শেখ, মোস্তফা গাজী, রাজিব শরীফ, সদস্য কাজী হাসিব রানা, ফরহাদ শেখ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন বিশ্বাস, শ্রমিক দল নেতা রাকিব হাসান, পলাশ মাতুব্বর, উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও তিনি দুপুরে উপজেলার জলিরপাড় রাধারমন গোস্বামীর তিরোধাম দিবস উপলক্ষে
নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিকালে বাটিকামারী বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় কর্মকান্ডকে আরো গতিশীল করতে দলীয় নেতা-কর্মিদের নির্দেশ দেন।
Leave a Reply