বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে হিন্দু উগ্রবাদীদের নৃশংস হামলায় নিহতদের পর এবার আহতদের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি।দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বুধবার (২২ মে) মধুখালী উপজেলার তারাপুর গ্রামের নান্নু মন্ডল ও বোয়ালমারী উপজেলার গৌরিপুর গ্রামের সিরাজুল ইসলামের হাতে নগদ ৫০ হাজার টাকা করে তুলে দেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। আহতদের নিজ-নিজ বাড়িতে গিয়ে এ সাহায্য পৌঁছে দেয়ার সময় অন্যান্যের মধ্যে মধুখালী পৌর বি এন পির সভাপতি শাহাবুদ্দীন আহমেদ সতেজ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী,বোয়ালমারী উপজেলা বি এন পি নেতা মোঃলুৎফর রহমান,মধুখালী উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায়,মোঃ শরীফুল,ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলীম মানিক,জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দাউদ হোসে,উপজেলা কৃষক দল সভাপতি মেহেদী হাসান মুন্নু, সাধারণ সম্পাদক মোঃ শিমুল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন,ফরিদপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আহত নান্নু মন্ডল,সিরাজুল ইসলাম ও তাদের পরিবারের সদস্যদের কাছে তারেক রহমানের সালাম,শুভেচ্ছা ও সমবেদনাও পৌঁছে দেন বি এন পি নেতৃবৃন্দ। এর আগে একই ঘটনায় নিহতদের পরিবারকে এক লক্ষ করে টাকা দেয় দলটি।
Leave a Reply