স্বপ্নপুরের উদ্যোগে মুকসুদপুরের তিনটি রাস্তার দুইপাশে তিন হাজার দুইশটি তালবৃক্ষ রোপণ করা হয়।
শহিদুল ইসলাম ঃ
৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে গোপালগন্জের মুকসুদপুরে রাস্তার সৌন্দর্য বর্ধন, বজ্র নিরোধে ভূমিকা এবং অর্থনৈতিক স্বাবলম্বীতায় তাল গাছের অপরীসীম উপকারিতার কথা চিন্তা করে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে পলিথিনের একক ব্যবহার রোধের উপায় এবং তাগিদ নিয়ে আলোচনা করা হয়। দৈনন্দিন বাজার করতে পলিব্যাগের পরিবর্তে কাপড়ের টেকসই ব্যাগ ব্যবহারের আহবান জানানোর পাশাপাশি উপস্থিত সকলকে স্বপ্নপুরের পক্ষ থেকে কাপড়ের ব্যাগ উপহার প্রদান করা হয়।
স্বপ্নপুরের সদস্য- মারুফ সর্দার, হাদীউজ্জামান হেলাল, এইচএম শিশির, ইমার হোসেন, রাফসান সর্দার, অমি কাজী, মামুন ফকির, আরিফুল নয়ন, মো. নুর আলম এবং উজ্জ্বলসহ অন্যান্যদের অক্লান্ত চেষ্টায় আয়োজন সফলভাবে শেষ হয়।
স্বপ্নপুর এর মুখপাত্র মাহমুদ সিমান তার স্বাগত বক্তব্যে বলেন-জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রেহাই পেতে বৃক্ষরোপণ যেমন অপরিহার্য ঠিক তেমনি পলিথিনের ব্যবহার কমানোর মাধ্যমেই আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভুমিকা রাখতে পারি। সম্পদের মাত্রাতিরিক্ত এবং অপরিকল্পিত ভোগের মাধ্যমে সীমাহীন কার্বন নিঃসরণের ফলে ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠা পৃথবীকে বাঁচাতে হলে পরিবেশের দূষণ বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ভাংগা সরকারী কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, বাটিকামারী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু, জয়নগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, বাটিকামারী স্কুলের সাবেক শিক্ষক, মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, বাটিকামারী স্কুলের শিক্ষক, খাইরুল বাকী শরীফ উপস্থিত থেকে পরিবেশ বিপর্যয়ের তথ্য নির্ভর কারণসমুহ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং পরিবেশ সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ঢাকা থেকে আগত স্বপ্নপুরের শুভাকাংখী সাইদুল হাসান কল্লোল, বিকাশ চক্রবর্তী এবং ফজলে মুনিম শুভ্র তাদের বস্তুনিষ্ঠ বক্তব্যে পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বপ্নপুরের সাথে থাকবার অংগীকার ব্যক্ত করেন।
Leave a Reply