1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১০ মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন মুকসুদপুরে ইউনিয়ন বিএনপির কর্মি সভা সেলিমুজ্জামান সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজৈর চ্যাম্পিয়ান কোটালীপাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হলো ১৯ লাখ টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রতিবাদ ফরিদগঞ্জে ১ম স্ত্রী সন্তানকে ঘরে তালা বন্দি করে রেখে ২য় স্ত্রীকে নিয়ে স্বামীর পলায়ন সেলিমুজ্জামান সেলিম দলীয় মনোনয়ন পাবেন— এমন প্রত্যাশা নেতা-কর্মীদের রামশীল ইউনিয়ন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল মুকসুদপুরে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৩ Time View

গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সাথে জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান একটানা প্রায় দেড় ঘন্টার বক্তব্যে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকনির্দেশনা ও সরকারের স্বচ্ছতা নিরূপণার্থে একজন সেবক হিসেবে তিনি গোপালগঞ্জবাসীর সেবা করতে পেরে গর্বিত। জেলা প্রশাসক হিসেবে যোগদানের ৮ মাসের বিভিন্ন কর্মকান্ড তিনি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন এবং চলমান ওই সকল কর্মকাণ্ডগুলো বাস্তবায়নে বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করেন। বিশেষ করে গোপালগঞ্জের মেগা প্রকল্পের মধ্যে টেকেরহাট – ঘোনাপাড়া আঞ্চলিক সড়ক ও ঘোনাপাড়া – পিরোজপুর সড়ক উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়নে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিলো কেননা এ প্রকল্প বন্ধ হয়ে গেলে দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতে বেশ বিড়ম্বনা পোহাতে হতো। সড়ক সংস্কারে একের পর এক বাঁধা-বিপত্তি অতিক্রম করে অবশেষে তিনি সকলের সার্বিক সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ পৌরবাসীর বিভিন্ন ওয়ার্ডে নিরাপদ পানি ও ড্রেনেজ সমস্যা নিরসনে গৃহীত ৪৮ কোটি টাকার প্রকল্প সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। গোপালগঞ্জ জেলাকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে তিনি জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। জেলার ঐতিহ্যবাহী নদী গুলোর প্রাণ ফেরাতে ও দূষণ রোধ সহ বেদখল হওয়া নদী ও সড়কের জায়গা উদ্ধার করা, বিভিন্ন উপজেলায় সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার চিত্র তুলে ধরেন। এছাড়াও গোপালগঞ্জবাসীর ছোট-বড় সকলের বিনোদনের জন্য
কাশিয়ানীতে পরিবেশ বান্ধব একটি নান্দনিক ও শৈল্পিক ইকোপার্ক স্থাপনের পরিকল্পনা ব্যক্ত করেন। যার নকশা ইতোমধ্যেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের দক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে তৈরি হয়েছে। মূল কথা গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি গণমাধ্যমকর্মী সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে মুক্ত আলোচনায় তিনি জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে চলমান বিভিন্ন সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্টদেরকে তা নিরসনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় গণমাধ্যমকর্মীরা জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নাগরিক সেবা প্রাপ্তি সহজলভ্য ও হয়রানি মুক্ত হওয়ায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের ভূয়সি প্রশংসা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, নেজরত ডেপুটি কালেক্টর (এনডিসি) রন্টি পোদ্দার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, যমুনা টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, এনটিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম শাহীন, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হুমায়ূন কবির, সিনিয়র সাংবাদিক শৈলেন্দ্র নাথ মজুমদার, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সেলিম রেজা, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকাকার গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী সাদিকুর রহমান শাহীন, সময় টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শেরালী, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক এস এম মোস্তফা জামান, দৈনিক প্রথম আলো’র গোপালগঞ্জ প্রতিনিধি নতুন শেখ, এসএ টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান টিপু, দৈনিক সবুজ বাংলা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সাইফুল রশীদ চৌধুরী, দৈনিক ভোরের বাণী পত্রিকার বার্তা সম্পাদক মামুনুর রহমান সিকদার (জুয়েল), দৈনিক যুগকথা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক এমআরমান খান জয়, দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান, দৈনিক আমার সময় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সাজ্জাদ হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মো. শিহাব উদ্দিন, দৈনিক সকালের সময় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মীবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho