নগরকান্দায় নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়
বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী (আইজিপি পদকপ্রাপ্ত) স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার সন্ধ্যায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে মোহাম্মদ সফর আলী ডিবি ওসি হিসেবে ফরিদপুরে দ্বায়িত্ব পালন করেছেন।
সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাসিন্দা।
তিনি এর আগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন সন্তানের জনক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়া, সিনিয়র সাংবাদিক শওকত আলী শরীফ, লিয়াকত হোসেন, রেজাউল করিম সেলিম, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্যা, শামীম হোসেন, মশিউর রহমান মিন্টু, নিজাম নকীব, শফিকুল ইসলাম মন্টু, সাইফুল ইসলাম সাইফ, হাবিবুর রহমান পান্নু, ফয়সাল হোসেন, নাসির হোসেন প্রমুখ। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি নগরকান্দায় দ্বায়িত্ব পালন কালে জুয়া, বাল্যবিবাহ, মাদকসহ সকল ধরনের অন্যায় কাজ প্রতিহত করার চেষ্টা করবো। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতার প্রয়োজন।উপস্থিত সাংবাদিকরাও পুলিশকে যথার্থ সহযোগিতা প্রদানের আস্বস্ত করেন।
Leave a Reply