রাজৈরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে এক কেজি গাঁজাসহ পীযূষ বৈধ্য(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার শাখারপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুয়া গ্রামের কৃষ্ণ বৈধ্যর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় পীযূষকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর এক মাদক ব্যবসায়ী শাখারপাড় গ্রামের মৃত সামাদ হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার(৪০) পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত পীযূষের কাছ থেকে এক কেজি গাঁজা ও নগদ ৫,৫০০ টাকা উদ্ধার করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply