বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার শেখের জানাজায় ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম
জুয়েল মুন্সী ঃ
মুক্তিযুদ্ধের গৌরবময় পতাকাবাহী এক সৈনিককে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল গোপালগঞ্জের মুকসুদপুরে। দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ছত্তার শেখের নামাজে জানাজায় অংশ নিয়ে তাঁকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানান গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিমও।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা মুকসুদপুরের দিগনগরের কানুড়িয়ায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করে এই বীর সন্তানের প্রতি সম্মান জানানো হয়। পুরো এলাকা তখন এক শোকভারাক্রান্ত আবহের মধ্য দিয়ে তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতি স্মরণ করছিল।
বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার শেখের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বাধীনতার প্রত্যুষে জীবন বাজি রেখে লড়াই করা এই লড়াকু মানুষটিকে বিদায় জানাতে আত্মীয়-স্বজন ছাড়াও দূরদূরান্ত থেকে মানুষ এসে জড়ো হন জানাজা মাঠে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নামাজে জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। মুক্তিযুদ্ধের আদর্শবাহী এই মানুষের স্মৃতি দীর্ঘদিন বেঁচে থাকবে। স্থানীয়দের হৃদয়ে, এমনটাই বলছিলেন তাঁর সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।
#
Leave a Reply