মুকসুদপুরে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল
মুকসুদপুর, গোপালগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মুকসুদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
দিনভর কোরআন খতমের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন সন্ধ্যায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সেলিমুজ্জামান সেলিম এর রাজনৈতিক প্রতিনিধি ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেন্টু শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাসির খান, ছাত্র নেতা আকিব মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। নীরব-গম্ভীর পরিবেশে সবাই অংশ নেন দোয়া মাহফিলে।
বক্তারা এ সময় স্মরণ করেন প্রয়াত নেত্রীর রাজনৈতিক প্রজ্ঞা ও গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রামের কথা। তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়লো।’ বক্তারা শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
পরে দোয়া পরিচালনা করা হয়। এতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ- জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে একজন সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে চিরদিন বেঁচে থাকবেন।
#
Leave a Reply