গোপালগঞ্জ ১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম
আশিকুর রহমান মুন্সি ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাহমুদ আশিক কবিরের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ আসন থেকে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছি। তিনি আন্তরিকতার সাথে তা গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে অংশ নিবো। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনকে সামনে রেখেই আমরা কাজ করবো।
Leave a Reply