মোঃ নাঈম হোসেন পলোয়ান।(ফরিদগঞ্জ প্রতিনিধিঃ)
চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে ৫ টি দোকান পুড়ে গেছে।২ আগষ্ট রোজ শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার পৌরসভা ৭ নং ওয়ার্ডের আল মদিনা হাসপাতালে সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে,ফরিদগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের টি এন টি অফিসের দক্ষিণ পাশে আল মদিনা হাসপাতালের কাছে অগ্নি সংযোগ ঘটে এতে মুহূর্তেই ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
এসব দোকান পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে সাড়ে চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন আমরা অগ্নিসংযোগ এর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়েছি।পাশের একটি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিসংযোগ হয়ে পাশের দোকান গুলোতে আগুন লেগে মোট পাঁচটি দোকানের প্রায় সাড়ে চার লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
Leave a Reply