গোপালগঞ্জে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিএনপি-আ.লীগের সংঘর্ষ – আহত ৫০
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পোস্টার ছেড়াক কে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।জানাযায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পোস্টর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে ও দোকান পাটে লাগানো ছিলো তা সব ছিড়ে ফেলে এতে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানালে শুরু হয় হামলা পাল্টা হামলার ঘটনা । সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা করেছে পুলিশ।
১০ জানুয়ারি শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগের নেতা ও দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেঁড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকাকে জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply