আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ শাখার উদ্যোগে শত শত অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ শাখায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ শাখার এফএভিপি এন্ড ম্যানেজার, এআইবিপিএলসি এ, বি, এম ফারুক কওছার।
এসময় শাখার অপারেশন ম্যানেজার এম এম মেহেদী মাসুদ, বিনিয়োগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাচান এবং জেনারেল ব্যাংকিং কর্মকর্তা মোস্তফা চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply