চাঁদপুর-ফরিদগঞ্জ রুটে অতিরিক্ত সিএনজি ভাড়া,চালকদের কাছে যাত্রীরা অসহায়
মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ
সিএনজি চালকদের সুবিধার্থে ছাত্রজনতার দাবিতে চাঁদপুর সেতুর টোল বন্ধ হলেও ফরিদগঞ্জ চাঁদপুর রুটে সিএনজি চালকরা যেন এখনো বেপরোয়া। আগে যেখানে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালিবাড়ি যাতায়াত করা যেতো ৫০ টাকায় বর্তমানে সেটা অনির্ধারিত। সকালে এক রকম ভাড়া দিতে হচ্ছে, বিকেলে আরেক রকম।
ফরিদগঞ্জ থেকে চাঁদপুর কালিবাড়ি পর্যন্ত জনপ্রতি ৯০-১০০ টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ ঘাটে যাতায়াত করা যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়ার কথা শোনা যাচ্ছে। ঈদ উপলক্ষে ভাড়া সঠিক ভাড়া থেকে কয়েকগুন বেশি হয়ে যায়। বৃষ্টি হলেও ভাড়া বাড়িয়ে নেওয়া হয়। দিনের একেক সময়ে একেক রকম ভাড়া নিতেও দেখা যায়।
যাত্রীরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলে সিএনজি চালকদের খারাপ ব্যবহারের শিকার হতে হয়। কেউ কেউ প্রতিবাদ করলে সিএনজি চালকরা সংঘবদ্ধ হয়ে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করার ঘটনাও ঘটেছে।
নারী যাত্রীদের সাথে খারাপ আচরণের ঘটনা ঘটছে অহরহ। সিএনজির পিছনের সিটে ৩ জনের সিটে অনেক নারী পুরুষের সাথে শেয়ার করে বসতে না চাইলে অশ্লীল ভাষা ব্যবহার করার ঘটনা ঘটে।
এ বিষয়ে চাঁদপুর সরকারি কলেজের এক নারী শিক্ষার্থী জানান, আমি যখনই কলেজে যাই সিএনজি চালকদের খারাপ আচরনের শিকার হই। কখনো ভাড়া অতিরিক্ত চাওয়া নিয়ে, কখনো পুরুষের সাথে বসতে না চাইলে তারা খারাপ ব্যবহার করে।
এ বিষয়ে মোঃ রফিক নামের এক যাত্রী বলেন, আজ ঈদের ১০ দিন চলে গেছে তবুও ফরিদগঞ্জ থেকে চাঁদপুর যেতে হলে ৯০-১০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। সন্ধ্যার পরে সে ভাড়া আরও বেশি হয়ে যায়।
এ বিষয়ে এক সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায়ের কথা শিকার করেন বলেন, লঞ্চ ঘাট পর্যন্ত ১০০-১২০ টাকা ভাড়া নেই। সিরিয়ালের গাড়ি তাই এরকম ভাড়া নিতে হয় এবং অনেক সময় যাত্রী পাওয়া যায় না তাই বাড়তি নিচ্ছেন তারা।
যাত্রীরা দিন দিন এ রুটে সিএনজি চালকদের কাছে জিম্মি হয়ে আসছেন। ভাড়া নিয়ে এমন হওয়ার পিছনে মূল কারন প্রশাসন কর্তৃক মনিটরিং এবং নির্ধারিত ভাড়া না থাকাকেই দায়ী করছেন যাত্রীরা।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
চাঁদপুর থেকে ফরিদগঞ্জ রুটে ভাড়া নির্ধারিত করে দেওয়া হলে জনদূর্ভোগ এবং সিএনজি চালকদের অঘোষিত চাঁদাবাজি বন্ধ হবে বলে মনে করেন সাধারণ মানুষ।
Leave a Reply