1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে গায়েবানা জানাজা গোপালগঞ্জে তৌহিদুল হক নামের এক ব্যক্তিকে অবৈধ অস্ত্র সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ গোপালগঞ্জ ১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে ১৭ আ.লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র জমা  তীব্র শীতে কাঁপছে দেশ! রাতের আঁধারে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসায় ভাসছেন ডিসি মোঃ আরিফ-উজ-জামান মুকসুদপুরে আওয়ামী যুবলীগ নেতার সংবাদ সম্মেলন করে আওয়ামী যুবলীগ নেতার পদত্যাগ ৭১ টিভির প্রতিনিধি আম্মার মিয়া অসিমের পিতা আর নেই অ্যাডভান্স ইসলামিক হাই স্কুলের বর্ণাঢ্য উদ্বোধন

স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট ছোঁড়ে পুলিশ: ডিআইজি হাবিব

  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭০ Time View

 

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

স্বাধীনতা যুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সেটিতে প্রথম সারা দিয়েছিলো পুলিশ। স্বাধীনতার পক্ষে প্রথম বুলেট ছুঁড়েছিলো পুলিশ; জীবনও দিয়েছিলো পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে বাংলা একাডেমিতে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ শীর্ষক গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ উপলক্ষে পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটির সম্পাদনাও করেছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, প্রখ্যাত চিত্রকর মুস্তাফা মনোয়ার, মুখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এন্টিটেরোরিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমিন, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান প্রমুখ।

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘পুলিশে যোগ দেওয়ার পর আমার ইচ্ছে হয়েছিলো পুলিশের ইতিহাস জানতে। তখন দেখেছি, পুলিশের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিশেষ করে পাকিস্তান আমলেও বাঙালি পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহযোগিতা করেছেন। আমাদের গবেষণায় উঠে এসেছে, পুলিশের প্রতি বঙ্গবন্ধুর আস্থা বিশ্বাস বেশি ছিলো। তিনি (বঙ্গবন্ধু) যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেতেন সেখানে বর্তমান এসবি পুলিশ (তৎকালীন ডিআইবি পুলিশ) তাকে সহযোগিতা করতো। পেশাগত কাজের ফাঁক- ফোকর দিয়েও সহযোগিতা করেছে। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সেটিতে পুলিশ প্রথম সারা দিয়েছে। পুলিশই স্বাধীনতার পক্ষে প্রথম বুলেট ছুঁড়েছিলো, জীবন দিয়েছিলো। মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্লেষণ করলেও দেখা যাবে, অনেকগুলো দিকে পুলিশ এগিয়ে আছে। পুলিশের ওয়্যারলেস মেসেজের মাধ্যমেই জানা যায়, স্বাধীনতা যুদ্ধের বুলেট দিয়ে জবাব দিয়েছে পুলিশ। যা সারাদেশে খবরটি পৌঁছে যায়।’

‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ বইয়ের বরাত দিয়ে ডিআইজি হাবিব বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের একটি দলিলে এক ভারতীয়ের জবানিতে পাওয়া গেছে, ২৫ মার্চ রাত্রে পাক সেনারা একমাত্র রাজারবাগ পুলিশ লাইন ছাড়া আর কোনো জায়গা থেকে প্রতিরোধ পায়নি। তাছাড়া তৎকালীন আরেকজন সেনা কর্মকর্তা লে. কর্নেল আবু তাহের সালাউদ্দিন তার বইয়ে লিখেছেন, ”যুদ্ধে যখন পাকিস্তান বাহিনী কোনো রকম জয়লাভ করতে পারছিলো না, তখন ভোর ৬ টার সময় ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালায়।” কারণ পুলিশ থ্রিনট থ্রি রাইফেল দিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল।’

যতদিন বাংলার মানুষ থাকবে ততদিন এই রাজারবাগের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ করে ডিআইজি হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের যুদ্ধে পুলিশের অবদান নিয়ে তেমন কোনো লেখা দেখা যায় না। এ কারণে রাজারবাগের ইতিহাস নিয়ে আমরা কাজ শুরু করেছি। অনুজ যেসব অফিসার আসবেন, তারা যেন সঠিক ইতিহাস আরও তুলে আনেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho