কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানীতে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
২৯ জুন (শনিবার) বেলা পৌনে ৩ টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামে মরহুম মুক্তিযোদ্ধার নিজের বাড়ির প্রাঙ্গণে, রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজার শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মুনমুন পাল ও থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার প্রদান শেষে বিউগলে করুন সুর বাজানো হয়। এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, মহেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথু, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, ইত্তেফাক সাংবাদিক আহাদুল হাসান সহ জানাজায় অংশগ্রহণকারী বিভিন্ন এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম শনিবার রাত সাড়ে ৩টায় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
মৃত্যু কালীন সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম গোপালগঞ্জের উলপুর এলাকায়
যুদ্ধ চলাকালীন সময় রণাঙ্গনে পাক সেনাদের গুলিতে আহত হয়েছিলেন।
যুদ্ধকালীন সময়ে তার বয়স ছিল ৩৮ বছর।
Leave a Reply