গোপালগঞ্জে ট্রাকের প্রার্থী মাওলানা দ্বীন মোহাম্মদের গণসংযোগ
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাওলানা দ্বীন মোহাম্মদ সদর উপজেলার কাঠি বাজারে আজ রবিবার (১১ জানুয়ারি ) বিকেলে নির্বাচনী গণসংযোগ করেছেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. জালাল দাইয়া এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রোমান মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় মাওলানা দ্বীন মোহাম্মদ বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ট্রাক মার্কার কোনো বিকল্প নেই।
জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে তিনি সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
Leave a Reply