1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই -সেলিমুজ্জামান সেলিম আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই – সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে ট্রাকের প্রার্থী মাওলানা দ্বীন মোহাম্মদের গণসংযোগ গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া – সেলিমুজ্জামান গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া – সেলিমুজ্জামান গোপালগঞ্জে কৃষি জমিতে অবৈধভাবে ঘের কাটা চললেও দেখার কেউ নেই? মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৭ নেতার পদত্যাগ গোপালগঞ্জে সন্তানের বিরুদ্ধে জীবিত মা’কে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ: অধরা জালিয়াতির মাস্টার শিক্ষক অমিত বিশ্বাস

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাজী সেলিম নয়ন,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাচন ও গণভোট -২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চাইলেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনের আগ মুহূর্ত ও পরবর্তী সময় খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে জেলা রিটানিং অফিসার হিসেবে তার দায়িত্ব ও কর্ম ব্যস্ততা বেড়েছে। এ সময় তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপস্থিত সকল সদস্যদেরকে বলেন আপনারা বরাবরের ন্যায় বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করে চলেছেন। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় ও গত ডিসেম্বর/ ‘২৫ মাসের বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষিপ্ত পর্যালোচনা ও গৃহীত সিদ্ধান্ত উপস্থাপনের পর সভায় মুক্ত আলোচনায় গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বলেন, বিগত সরকার গোপালগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে হাজার হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ দিয়েছেন। প্রাপ্য বরাদ্দ থেকে কতিপয় দুর্নীতিবাজ নেতা-কর্মী, কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাট করার ফলে উন্নয়ন কাজের মান খুবই খারাপ হয়েছে, গৃহীত প্রকল্পের কাজ টেকসই ও মজবুত না হয়ে তা নিম্নমানের হয়েছে। এতে জনগণের টাকার ব্যাপক অপচয় হয়েছে। সেই কাজ আবার পুনরায় করার প্রয়োজন দেখা দিয়েছে বিশেষ করে টেকেরহাট – গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক উন্নতিকরণ প্রকল্প, জেলা শহরের সড়ক সংলগ্ন ড্রেন কাম ফুটপাত নির্মাণ কাজ, যা বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ভেঙ্গে পড়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনগণের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এছাড়াও গোপালগঞ্জে প্রতিষ্ঠিত সকল হাসপাতালগুলোয় রোগীদের সেবার মান বাড়ানো সহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মুক্ত আলোচনা সভায় জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী রুবেল মোল্লা, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, শহরের রাস্তাঘাট জুড়ে অবৈধ নসিমন, ও ট্রলি গাড়িগুলো বেপরোয়াভাবে চলাফেরা করছে, যা আগে রাতে চলতো এখন তা দিনে চলছে, অধিকাংশ গাড়িতে লুকিং গ্লাস ও ফিটনেস নেই, ট্রলিতে মাটি ও বালু যথাযথভাবে ঢেকে পরিবহন না করায় বাতাসে ধুলোকণা উড়ে পেছনে থাকা মোটরসাইকেল ও রিক্সা- ভ্যান আরোহীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও এদের দৌড়াত্মে যানজট এবং সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। এগুলো নিয়ন্ত্রণে কমিটির হস্তক্ষেপ কামনা করেন তারা।

জেলা বাস- মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রেন্টু বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের অধিক ঝুঁকিপূর্ণ অ্যাপ্রোচ দ্রুত সংস্কারের দাবি জানান, এছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে মহাসড়কে নসিমন, ব্যাটারি চালিত ইজিবাইক, অটোরিক্সা-ভ্যান চলাচলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ্ বলেন, গত ডিসেম্বর মাসে মোট ৩৬ জন মানুষ মারা গিয়েছেন। এদের মধ্যে ৬ জন বিভিন্ন মারামারি ও কোন্দলে নিহত হয়েছেন, ১০ জন সড়ক দুর্ঘটনায় এবং ২০ জন বিভিন্ন কারণে আত্মহত্যা করেছেন। যা সত্যিই দুঃখজনক। তিনি বিষয়টা নিয়ে আত্মহত্যা প্রবল প্রবন জেলাগুলোর সাথেও যোগাযোগ করেছেন বলে জানান। বিভিন্ন ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আত্মহত্যার এই প্রবণতা রোধে জেলার সকল মসজিদ-মাদ্রাসা, মন্দির- গির্জা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল-কলেজে ধর্মীয় আলোচনার পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে কাউন্সিলিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন হোক সে শীর্ষ সন্ত্রাসী বা খুনি। অপ কোন ধরনের মব সৃষ্টি করে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করা যাবে না। এর জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। প্রয়োজনে তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। এছাড়াও জেলায় জমি সংক্রান্তে পুলিশকে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কতিপয় ভূমিদস্যু অন্যায়ভাবে যখন অন্যের জমি জোর দখল করে নেয় তখন ভুক্তভোগীরা নিরুপায় হয়ে পুলিশের কাছে প্রতিকার চাইতে আসেন কিন্তু তখন পুলিশের কিছু করার থাকে না কেননা পুলিশ কারো জমি উদ্ধার করে দেওয়ার ক্ষমতা রাখে না। যখন মীমাংসার জন্য ডাকা হয় তখন ভূমি দস্যুরা আদালতে মামলার দোহাই কথা বলে পার পেয়ে যায়। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। চাঁদাবাজ, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সহ অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িতদের তথ্য দিয়ে ধরিয়ে দিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মুক্ত আলোচনায় জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক তার বক্তব্যে এই তীব্র শীতে নবজাতক ও শিশু বাচ্চা সহ বয়স্ক মানুষদের প্রতি প্রত্যেককে অধিক যত্নবান ও কেউ অসুস্থ হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho