1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ ১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে ১৭ আ.লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র জমা  তীব্র শীতে কাঁপছে দেশ! রাতের আঁধারে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসায় ভাসছেন ডিসি মোঃ আরিফ-উজ-জামান মুকসুদপুরে আওয়ামী যুবলীগ নেতার সংবাদ সম্মেলন করে আওয়ামী যুবলীগ নেতার পদত্যাগ ৭১ টিভির প্রতিনিধি আম্মার মিয়া অসিমের পিতা আর নেই অ্যাডভান্স ইসলামিক হাই স্কুলের বর্ণাঢ্য উদ্বোধন কোটালীপাড়ায় মৎস্য ঘের গিলে খাচ্ছে সড়ক, দিশেহারা ঠিকাদার প্রতিষ্ঠান গোপালগঞ্জের কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বড়দিন পালিত মুকসুদপুর সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের ২ নেতার

নগরকান্দায় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রসঙ্গে প্রেস ব্রিফিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৫২১ Time View

বেলায়েত হোসেন লিটন:ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। রোববার দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়ায় অবস্থিত আশ্রায়ণ প্রকল্পে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৬ এপ্রিল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই ঘরের উদ্বোধন ও হস্তান্তর করবেন বলে জানা গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু তার লিখিত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব – দুঃখী নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাবার । জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার ( বর্তমানে লক্ষ্মীপুর ) চরপোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন । এবং গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন । বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে ঈদ উপলক্ষ্যে আগামী ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার সকাল এগারো টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন । সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় আশ্রয়ণ -২ প্রকল্প হতে তৃতীয় পর্যায়ে ১১০ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কবুলিয়ত , জমির খতিয়ান , গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী , প্রতিমন্ত্রী , উপ – মন্ত্রী , সংসদ সদস্য , বিভাগীয় কমিশনার , জেলা প্রশাসক , উপজেলা পরিষদ চেয়ারম্যান , স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ , বীর মুক্তিযোদ্ধা , সাংবাদিকবৃন্দ , জনপ্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন । নগরকান্দায় ১১০ টি ভূমিসহ গৃহ প্রদানের মাধ্যমে ‘ ক ‘ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে । ১ ম পর্যায়ে ২১৫ টি এবং দ্বিতীয় পর্যায়ে ১১০ টি পরিবারের মধ্যে গৃহ প্রদান করা হয়েছে । তৃতীয় পর্যায়ে ১১০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাঁদের স্বপ্নের আশ্রয়স্থল । এ উপজেলায় এ পর্যন্ত মোট ৪৩৫ টি পরিবারকে ০২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হলো । ফলে ঐ পরিবারের সকল সদস্য হয়ে উঠবেন আত্নপ্রত্যয়ী এবং খুঁজে পাবেন নিজের পায়ে দাঁড়ানোর অবলম্বন । ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা , স্বাস্থ্য , কর্মসংস্থানসহ সকল ধরণের সুযোগ – সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ঘরগুলোর স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে । প্রয়োজনীয় বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানি উপজেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে । এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে ফরিদপুর জেলার তালিকাভূক্ত সকল গৃহহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেয়া হবে । যার ফলশ্রুতিতে ফরিদপুর এর একটি পরিবারও গৃহহীন থাকবে না । গৃহ নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় মাননীয় সংসদ সদস্য ও মাননীয় সংসদ উপনেতা , বিভাগীয় কমিশনার , জেলা প্রশাসক , অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ , উপজেলা পরিষদ চেয়ারম্যান , জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ , সহকারী কমিশনার ( ভূমি ) অফিসার ইন চার্জ , উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা , সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho