ফরিদগঞ্জে সেকদি ব্যাপারী বাড়ী ইসলামিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ
ফরিদগঞ্জ প্রতিনিধি:
উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে চাদঁপুরের ফরিদগঞ্জে সেকদি ব্যাপারী বাড়ী ইসলামীক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে একাডেমীর মাঠে আয়োজিত অনুষ্ঠানের ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্হাপনা পরিচালক মো: আলাউদ্দিন বেপারী।
পরে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে খেলায় অংশ গ্রহন করে। পুুরুষ্কার বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন ব্যাপারী বলেন, শিশুদের শরীর ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলায় মনযোগি গড়ে তুলতে অভিবাকগনকে আহব্বান জানান তিনি।
একাডেমীর প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন জমাদারের সভাপতিত্বে ও সহ- সুপার আতোয়ার রহমান সাকিবের
সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ- ব্যবস্হাপনা পরিচালক খাদিজা সুলতানা, প্রত্যাশী আল- আজহার একাডেমীর ব্যবস্হাপনা পরিচালক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস, সদস্য, সিরাজুল ইসলাম, হাজী মো: মানিক, প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, সমাজ সেবক মজিবুর রহমান সহ একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকগন।
শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথি গন।
Leave a Reply