1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিলেন গোপালগঞ্জের ডিসি কাজী মাহবুবুল আলম

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অক্টোবর/২০২৩ এ কমিটির সভাপতি হিসেবে এসব কথা বলেন তিনি। এছাড়াও জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিভিন্ন দপ্তরের যে সকল কর্মকর্তাগণ মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হবে বলে রেজুলেশনে লিপিবদ্ধ করার নির্দেশ দেন তিনি। ঐতিহ্যবাহী মধুমতি নদীর ওপরে নির্মিত চাপাইল ব্রিজ সংলগ্ন মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন। গোপালগঞ্জ জেলায় নাশকতা রোধে কোন ব্যবসায়ী যেন খোলা জ্বালানি তেল বিক্রয় না করে সে দিকে কঠোর মনিটরিং এর জন্য সংশ্লিষ্ট ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেন তিনি। সেই সাথে সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখতে সংশ্লিষ্টদেরকে বেশি বেশি ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ কঠোর ভাবে হাট-বাজার মনিটরিং এর নির্দেশনা দেন। এছাড়া দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে কতিপয় অসাধু জেলেদের আইনের আওতায় আনার নির্দেশনা দেন। যারা অবৈধভাবে গভীর রাতে সার্চলাইট ব্যবহার করে মৎস্য নিধন করে। কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক নির্মূলে সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বলেন, যদি কারোর কখনো জরুরি পুলিশি সহায়তার প্রয়োজন হয়, তাহলে যেন নির্দ্বিধায় তাকে আগেই অবহিত করেন। তাহলে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সেখানে নিয়োজিত করা সম্ভব হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা আই-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমিন, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর, সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমান, জেল সুপার মো. আল মামুন, জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশীষ কুমার সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho