1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাইলেন গোপালগঞ্জের ইউএনও কৌশিক আহমেদ  মুকসুদপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত  বঙ্গবন্ধু প্রতি অসম্মানের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হয়েছি পেশাগত দায়িত্ব নিরপেক্ষতার সাথে পালনের লক্ষ্যে টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের পদ ছাড়লেন সাংবাদিক ইমরান শেখ জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতেই ধানের শীষ বিজয়ী হবে ফরিদগঞ্জে সেকদি ব্যাপারী বাড়ী ইসলামিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিন -সেলিমুজ্জামান সেলিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে মুখোমুখি ৮ প্রার্থী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাইলেন গোপালগঞ্জের ইউএনও কৌশিক আহমেদ 

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাইলেন গোপালগঞ্জের ইউএনও কৌশিক আহমেদ 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার কৌশিক আহমেদ। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও কৌশিক আহমেদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বলেন, “একটি সফল ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ওপর গুরুত্বারোপে

বক্তব্যকালে ইউএনও সংশ্লিষ্ট সকল বাহিনী এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা বলয় জোরদার করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি গোপালগঞ্জের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পেশাগত সুরক্ষার প্রতিশ্রুতি

নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে কৌশিক আহমেদ বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা বিধান এবং অবাধ চলাচলে প্রশাসন যথাসাধ্য ভূমিকা পালন করবে। আমরা চাই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহায়তা করবেন।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন। এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে নির্বাচনের বিভিন্ন কারিগরি ও মাঠ পর্যায়ের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।

উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে অন্যান্য অংশীজনদের সঙ্গেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho