সরকার ঘোষিত গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ২৮ জুলাই বুধবার লকডাউনের ষষ্ঠ তম দিনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সর্বত্র চলছে কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি)শেখ মোঃআলাউল ইসলামের নেতৃত্বে চলছে প্রশাসনের অভিযান। এসময় বিধি নিষেধ অমান্যকারী ব্যবসায়ী ও পথচারীদের ১০ জন কে ৪ হাজর ৬ শত টাকা জরিমানা করেন এবং উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানীদের ও পথচারীদের কে লকডাউন ও স্বাস্হ্যবিধিনিষেধ সম্পর্কে সচেতনতা মুলক মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব,যথাসম্ভব ভীড় এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ার জন্য অনুরোধ করেন।এসময়ে উপস্থিত ছিলেন চৌকস সেনাদল ও গণমাধ্যম কর্মি।
এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিভিন্ন হাট বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময় সীমা নির্ধারন করে দেয়া হয়েছে। তবে সচেতন মহল মনে করছেন, “চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি বিপর্যয় মোকাবেলায় এই কঠোর লকডাউনের বিকল্প নাই।
Leave a Reply