গোপালগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমুহে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম : সপ্তাহে ১ দিন দুধ দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মিড ডে মিল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে তাদের শুধু সপ্তাহে একদিন ২০০ এমএল দুধ পান করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
সরেজমিনে জেলার ওই দুই উপজেলার বিভিন্ন স্কুলে গিয়ে জানা গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহের মঙ্গলবারে শুধু দুধ পায়। অন্য দিনগুলোতে কোনো খাবার পাচ্ছে না।
গত ২০২৫ সালের নভেম্বর মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া ওই কর্মসূচির আওতায় রোববার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম), সোমবার বনরুটি (১২০ গ্রাম) ও দুধ (২০০ এমএল), মঙ্গলবার ফর্টিফায়েড বিস্কুট (৭৫ গ্রাম) ও স্থানীয় মৌসুমি ফল/কলা (১০০ গ্রাম), বুধবার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম) এবং বৃহস্পতিবার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম) দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনও কর্মসূচি সফল করতে উদ্যোগ নেয়নি।
কোটালীপাড়া উপজেলার ৫০ নং শান্তিকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা বেগম বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টির ১০৮ জন শিক্ষার্থীর জন্য প্রতি সপ্তাহ’র শুধুমাত্র মঙ্গলবারে ২০০ এমএল দুধ প্রদান করছে।
কাশিয়ানী উপজেলার ৬৯ নং রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাস বলেন, বিদ্যালয়টির তিন শতাধিক শিক্ষার্থীর জন্য সপ্তাহের সোমবারে ২০০ এমএল দুধ প্রদান করছে কর্তৃপক্ষ। কর্মসূচি শুরুর পর থেকে ৩/৪ বার শিক্ষার্থীদের দুধ দেওয়া হয়েছে। অন্য কোনো খাবার দেওয়া হয়না।
এ ব্যাপারে জানতে চাইলে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলেন, সরকারি কর্তৃপক্ষ যেভাবে মিড ডে মিল সরবরাহ করে তাতে আমাদের কোনো হাত নেই। সরকার নির্ধারিত বিদ্যালয়গুলিতে সরাসরি মিড ডে মিল সরবরাহ করে।
Leave a Reply