গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন যাচাই অন্তে বৈধ ঘোষণা করলেন জেলা রিটার্নিং অফিসার মোঃ আরিফ-উজ-জামান
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৬ ও গণভোট উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যার নির্বাচনী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
মূলত মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে ২১৬ গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিয়াজ সারোয়ার মোল্যা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এ কারণে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের ককরেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
এ সময় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপারক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, ককঅতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ তলবউল্লাহ সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারী সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) মনোনীত এমপি প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন গোপালগঞ্জের অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকলকে সাথে নিয়ে তিনি সেবক হিসেবে জনগণের পাশে দাঁড়িয়ে জেলার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে চান।
Leave a Reply