খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ
– ইউএনও মাহমুদ আশিক কবির
মোঃখায়ের শরীফ ঃ
আনন্দ-উচ্ছ্বাস আর প্রতিযোগিতার রঙে রাঙা হয়ে উঠেছিল মুকসুদপুরের সরকারি সাবের মিয়া জসিমদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে।
সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, বিআরডিবির সাবেক সভাপতি বাহার মিয়া, সমাজসেবক মিজান মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, চামচ দৌড়, মোরগ দৌড়সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতেই নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়।
#
Leave a Reply