ফরিদগঞ্জ পৌর ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্যোগে বিশাল মিছিল ও সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ফরিদগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্যোগে বিশাল মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ) বিকেলে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের ইসলামিয়া হাসপাতালের সামনে এসে জড়ো হন। পরে সেখানে সকল মিছিল একত্রিত হয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদের সমর্থনে একটি বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি ফরিদগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালির বাজার চৌরাস্তার সিরাজ সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কোনো ষড়যন্ত্র করে জনগণের রায় পরিবর্তন করা যাবে না। ফরিদগঞ্জবাসী অনেক আগেই বুঝে গেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ একজন সৎ ও যোগ্য মানুষ। তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।
বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। অতীতেও জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং আগামীতেও করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা ও সেলিম রাঢ়ী, মজিবুর রহমান, পৌর বিএনপি নেতা টুটুল পাটওয়ারী, হাবীবুর রহমান রুবেল, মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী, সবুর পাটওয়ারী রুবেল, রুবেল গাজী, রাজু পাটওয়ারী, মোহাম্মদ আলী, আরিফ তপাদার, শাহানুর তপাদার, শাওন পাঠান, পারুল বেগম, কামরুল ইসলাম, মশিউর রহমান টিপু, কামরুল রাঢ়ী, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদুল হোসেন শিবলুসহ পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মী।
Leave a Reply